বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে রোববার সকালে আনন্দ র্যালী, দলীয় কার্যালয় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি তাহমিনা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহের রানা মিঠু, পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ সরদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার, আ.লীগ নেতা লুৎফার সরদার, বাচ্চু হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাতি বাকামিন ও সাধারন সম্পাদক শাহিন ফকির প্রমুখ।