ফেনী জেলার পুলিশ সুপার ইন্জিনিয়ার জাকির হাসান পিপিএম যোগদান করছেন বগুড়ার পুলিশ সুপার হিসেবে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায় তাকে বগুড়া জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
২০২৩ সালে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে সেবা, কর্মদক্ষতা ও অপরাধ নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ “’প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত করা হয় পুলিশ সুপার মোঃ জাকির হাসানকে।
এছাড়া বগুড়ার বর্তমান পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, পুলিশ সুপার মোঃ জাকির হাসান ২৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে র্যাবের এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরিজীবন শুরু করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
(বুয়েট) থেকে বিএসসি সম্পন্ন করা চৌকস এ কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়।
বাবু/সীমা