বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবে।সেই লক্ষ্যে তিনি দিনরাত কাজ করে যাচ্ছে। বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে তার কিছু উদাহরণ পদ্মাসেতু নির্মান করে দেখিয়ে দিয়েছেন আমরা সক্ষম আমারাও পারি আমরাও উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি। পদ্মাসেতু নির্মাণের সময় বঙ্গবন্ধু কন্যা বিশ্বব্যাংককে বৃদ্ধাঙ্গুলী দিয়ে দেখিয় দিয়েছেন আমরাও পারি। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণের কাজ এগিয়ে চলছে।
পিরোজপুরের স্বরূপকাঠিতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরূপকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে। পরে একটি র্যালী, উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন্মদিনের কেক কাটা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগত অর্থ এবং টিন বিতরনের মধ্য দিয়ে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজা প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। পরে তার নেতৃত্বে সকাল ১১ টায় আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে উপজেলা পরিষদ থেকে বিশাল একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তার নীজ বাসভবনের হল রুমে আলোচনার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহম্মদ শাহ আলম, স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, উপজেলার আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মুহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম ফুয়াদ, পিরোজপুর জেলা পরিষদ এর সদস্য জাকারিয়া শ্বপন,বীর মুক্তি যোদ্ধা কাজি শাখাওয়াত হোসেন, আওয়ামীলীগের নেত্রীবৃন্দ প্রমুখ।
র্যালির পূর্বে বক্তারা বলেন আজ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য বঙ্গবন্ধু আওয়ামীলীগ গঠন করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগকে সাথে নিয়ে বঙ্গবন্ধু বাঙালী জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন।
বঙ্গবন্ধু বলেছিলেন আমার রক্ত দিয়ে হলেও জাতির ঝৃণ পরিশোধ করবো। তাইতো তিনি শেষ পর্যন্ত বুকের রক্ত দিয়ে তিনি তা প্রমান করে গেলেন। জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তার রক্তের উত্তোরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।