মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভেদ ভুলে সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা একমঞ্চে
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪, ৯:২২ PM
নাটোরের বড়াইগ্রামে দীর্ঘদিনের বিভেদ ভূলে প্রথমবারের মত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা এক মঞ্চে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করলেন। 

আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার বনপাড়ায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় এমন চিত্র দেখা গেছে। 

ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সম্পাদক ও বনপাড়া পৌর মেয়রসহ অন্যান্য নেতারা সংসদ সদস্যের সঙ্গে এক মঞ্চে দলীয় কর্মসূচিতে অংশ নিলেন। এতে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

রোববার বিকালে বনপাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিুকর রহমান পাটোয়ারী। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান কবীর, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ও আবুল কালাম আজাদ, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য শাহ আলম ও সাবেক সদস্য আবুল কালাম জোয়াদ্দার, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত