মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কারাগারে নাচে-গানে দিন কাটছে টিকটকার মামুনের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ১:৫০ PM আপডেট: ২৪.০৬.২০২৪ ২:৪৮ PM
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন টিকটকার আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন (২৫)। কথায় আছে ডেকি স্বর্গে গেলেও ধান ভানে, ঠিক তেমনই প্রিন্স মামুনের দিন কাটছে কারাগারে নেচে গেয়ে। 

ঈদুল আজহা উপলক্ষে কারাবন্দিদের নিয়ে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচতে দেখা যায় তাকে।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তার ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কেউ কেউ আবার এর কড়া সমালোচনাও করছেন।

জুনের দ্বিতীয় সপ্তাহে মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লায়লা আক্তার। এরপর মামুনকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মামুনুর রশীদ এ রায় দেন।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, কারাগার হচ্ছে সংশোধনাগার। ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিনোদনের আয়োজন করা হয়। সেখানে মামুন গান-বাজনা করেছে। আমরা চাই সংস্কৃতিচর্চার মাধ্যমে বন্দিদের মানসিক উৎকর্ষ সাধিত হোক। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত