মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
অফিসে ঢুকতে দেরি হলেই কেটে নেয়া হবে কর্মীর ছুটি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ২:৩৬ PM
সকাল সোয়া ৯টার মধ্য অফিসে উপস্থিত না হলে ওই কর্মীর জন্য বরাদ্দকৃত ছুটি থেকে অর্ধদিবস ছুটি কেটে নেয়া হবে। ভারতে সরকারি অফিসের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারি চাকরিজীবীদের উদ্দেশে বলা হয়েছে, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। চাকরিজীবীদের অফিসে ঢুকতে হবে সকাল ৯টায়। দেরি হলে কাটা হবে ক্যাজুয়াল লিভ।

রোববার (২৩ জুন) এক  প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

এতে জানানো হয়, সরকারি চাকরিজীবীদের সময়মত অফিসে উপস্থিতির জন্য একটি পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছে, এখন থেকে অফিসে ঢুকতে সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ ১৫ মিনিট ছাড় পাবেন। সকাল সোয়া ৯টার মধ্য অফিসে উপস্থিত না হলে তাদের জন্য বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্যে থেকে অর্ধদিবস ছুটি কেটে নেওয়া হবে। প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ কর্মচারীরা শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তা ব্যবহারে অনীহা দেখা যায়। তাছাড়া, করোনা মহামারির পর থেকে সরকারি চাকরিজীবীদের অফিসে দেরিতে আসার প্রবণতাও বেশি লক্ষ্য করা গেছে। ফলে নতুন এ নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত