মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রমিক-মালিক উভয়কেই একে অপরের স্বার্থ রক্ষা করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
সোহেল রানা
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৩:৩৩ PM
শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শ্রমিক-মালিক উভয়কেই একে অপরের স্বার্থ রক্ষা করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবির উপর মালিক পক্ষের শ্রদ্ধাশীল হতে হবে ঠিক একইভাবে শ্রমিক পক্ষকেও মালিক এবং প্রতিষ্ঠানের উন্নতির জন্য আন্তরিক ভাবে চেষ্টা করতে হবে।

আজ সোমবার (২৪ জুন) ৭৯তম ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর সভা ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি সভার শুরুতে উপস্থিত সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং ঈদ পূর্ববর্তী সময়ে শ্রমিকদের বেতন- বোনাস সহ সকল ধরনের দাবি নিরসনে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, পক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) এই বৈঠকে অত্যাবশ্যক পরিষেবা (ব্যবস্থাপনা) আইন- ২০২৪ এর খসড়া শ্রমিক, মালিক এবং সরকার পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। 

রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, শ্রমিক-মালিক পক্ষসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত