মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
তালতলীতে তামাক বিরোধী প্রশিক্ষণ
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৩:৫০ PM আপডেট: ২৪.০৬.২০২৪ ৩:৫২ PM
বরগুনার তালতলীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্ত। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প.প কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মিলন, মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায়, শারিকখালি ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ ফারুক খান, সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মোঃ ইউনুছ, কড়ইবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু, নিসচা আহবায়ক নজরুল ইসলাম খান লিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাঃ আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, ব্যক্তি ও জাতীয় পর্যায়ে তামাক এবং ধূমপানের কুফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের ভিতরে ধুমপান মুক্ত বাংলাদেশ গড়ায় সকলকে একযোগে কাজ করতে হবে।

বাবু/এস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত