গাজীপুরের টঙ্গীতে রিফাত হত্যা মামলার পলাতক আসামি সিয়াম আহম্মেদ (১৯)কে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব ১ এর সদস্যরা।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর উত্তরা ৪নং সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র্যাব ১ এর সহকারি পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মাহফুজুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত সিয়াম আহম্মেদ (১৯) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত মঞ্জু মিয়ার ছেলে। নিহত রিফাত মোল্লা (২২) নরসিংদী জেলার রায়পুরা থানার হাইরমারা গ্রামের ইসমাইল হাসানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নিহত রিফাত গত চার মাস যাবৎ উত্তরখান থানাধীন ফায়দাবাদ এলাকায় তার ফুফুর বাসায় থেকে ইলেকট্রনিক্স পণ্যের শো-রুমে চাকরী করতো।
ঈদুল আজহার দিন সন্ধ্যা ছয়টার দিকে ফুফুর বাসা থেকে কোরবানির মাংস নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া আদর্শ পাড়া এলাকায় মায়ের বাসায় যান। পরে রাত আটটার দিকে বাসা থেকে ঘুরতে বের হয়ে আর বাসায় ফেরে নি রিফাত।
এরপর রাতভর চেষ্টা করে রিফাতের সন্ধান পান নি তার মা মোছলিমা আক্তার একপর্যায়ে পরদিন বিকেলে প্রত্যাশা মাঠ এলাকায় তুরাগ নদে ছেলের লাশ ভেসে থাকার খবর পান তিনি। পরে পুলিশ নদ থেকে লাশ উদ্ধার করলে ওই দিন সন্ধ্যায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর তদন্তে নেমে আসামি সিয়ামকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে কি কারনে রিফাতকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।
বাবু/এস