“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় আদর্শ পাটচাষীদের মাঝে উন্নতপ্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদনের লক্ষে পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন ) সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তর, ডিমলার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নীলফামারী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা দরিবুল্লাহ্ সরকার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ইউএনও উম্মে সালমা, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী সহ উপজেলার ১০ ইউনিয়নের ৭৫ জন আদর্শ পাট চাষী কর্মশালায় অংশ গ্রহন করেন।
প্রশক্ষণে স্বল্প খরচে গুণগত মানসম্পন্ন ভালো জাতের পাটবীজ, সার সংগ্রহ করার বিষয়ে ও দেশীয় প্রযুক্তিতে উন্নতমানের পাট চাষ সর্ম্পকে অভিজ্ঞতা বিনিময় করা হয় কর্মশালায়।
কর্মশালার এক পর্যায়ে নারী-পুরুষ উপস্থিত চাষীদের মধ্যে উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, জমিতে উন্নতমানের পাটবীজ ব্যবহার করা হলে বিঘা প্রতি ১২ থেকে ১৬ মণ সোনালী আঁশের পাট উৎপাদন করা সম্ভব।
বাবু/এস