মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কোটি টাকার বিল বকেয়া
রেল পূর্বাঞ্চল সদর দপ্তর ও চমেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৫:৩৭ PM আপডেট: ২৪.০৬.২০২৪ ৫:৪২ PM
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে কিছুটা হার্ড লাইনে এগুচ্ছে বিদ্যুৎ বিভাগ৷ বিপুল অংকের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সোমবার (২৪ জুন) সকালে চট্টগ্রামের পূর্বাঞ্চল সদর দপ্তর ও চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তবে বিল পরিশোধের নিশ্চয়তা পাওয়ার পর বেলা ৩টা নাগাদ পূর্বাঞ্চল রেলের সদর দপ্তরে বিদ্যুতের পুনঃসংযোগ দেওয়া হয়েছে।

বকেয়া বিল পরিশোধ না করায় সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রেল পূর্বাঞ্চলের সিআরবি অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন চট্টগ্রামের দক্ষিণাঞ্চল বিদ্যুৎ বিতরণ বিভাগ । ২ কোটি ১২ লাখ টাকা বকেয়া থাকায় রেলওয়ে পূর্বাঞ্চল অফিসের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবি। 

এর আগে গত মে মাসের ১৯ তারিখে রেল পূর্বাঞ্চলের সিআরবি ও পাহাড়তলী অফিসের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল পিডিবি। পরবর্তী সময়ে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে বিল পরিশোধের আশ্বাস দেওয়া হলে ওইদিন বিকেলে বিদ্যুতের লাইনে পুনঃসংযোগ দেওয়া হয়। 

বিদ্যুৎ উন্নয়নে বোর্ডের (পিডিবি) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন বিল বকেয়া থাকায় পূর্বাঞ্চল রেলের সদর দপ্তরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাংলাদেশ বুলেটিন-কে জানান, ‘২ কোটি ১২ লাখ টাকা বিল বকেয়া থাকায় রেলওয়ের সিআরবি অফিসের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে।’

তবে রেলের পূর্বাঞ্চল সদর দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে কিছু বিল পরিশোধ করা হয়েছে৷ এবং বর্তমান বকেয়া বিল দ্রুত পরিশোধের নিশ্চয়তা দেয়ায় বেলা ৩টা নাগাদ সদর দপ্তরে বিদ্যুতের পুনঃসংযোগ দেওয়া হয়েছে।

এদিকে ছয় মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।  সোমবার (২৪ জুন) সকালে সাড়ে ১০টার দিকে প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির মজুমদার বাংলাদেশ বুলেটিনকে বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ৬ মাসের বিল বকেয়া রয়েছে৷ প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা বকেয়া বিলের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের মিটারে বকেয়া রয়েছে প্রায় ৬০ লাখ টাকা।তাই কলেজের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু চমেক হাসপাতালে হাজার হাজার রোগী ভর্তি রয়েছে তাই হাসপাতালের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি। এই বিদ্যুৎ বিলের বকেয়ার বিষয়টি চমেক হাসপাতাল প্রধানকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় কলেজের প্রশাসনিক ভবনের পাশাপাশি এর আওতাধিন দুটি ছাত্রাবাস, ফরেনসিক ভবন, লাইব্রেরি ও ভেনম রিসার্চ সেন্টার বিদ্যুৎবিহীন রয়েছে।

তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে চমেক ক্যাম্পাসে স্থাপিত ভেনম রিসার্চ সেন্টার। এই সেন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ভেনম রিসার্চ সেন্টারটিতে মূলত বিষধর সাপে কাটার প্রতিষেধক তৈরির জন্য গবেষণা করা হয়। বর্তমানে এখানে গবেষণার জন্য প্রায় ৩৫০টি জ্যান্ত সাপ আছে। এই সাপ গুলোকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এছাড়া গবেষণাগারের ফ্রিজে রাখা আছে সাপের বিষ। এখন বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করায় গবেষণাগারের শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে এখানে থাকা সাপ ও অন্যান্য মালামাল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বিগত ছয় মাসের বিদ্যুৎ বিলের বাজেট না থাকায় বিল পরিশোধ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। তিনি বাংলাদেশে বুলেটিনকে বলেন, "বিদ্যুৎ বিল বকেয়া থাকায় কলেজের একাডেমিক ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছিল। তবে এর পরের ৬ মাসের বিলের বাজেট না থাকায় এই বিল গুলো আর পরিশোধ করা সম্ভব হয়নি। আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি এবং বিদ্যুৎ বিভাগকেও অনুরোধ করেছি। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।"

চমেক এর একটি সূত্র জানিয়েছে, কলেজ ও অন্যান্য স্থাপনার বিদ্যুৎ পুনঃসংযোগের বিষয়ে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে আলাপ হয়েছে৷ আজকের মধ্যেই বিদ্যুৎ পুনঃসংযোগ হয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।  

বাবু/এস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত