মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
এনার্জি ড্রিংক শিশু-কিশোরদের ক্ষতি করছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪, ৬:০৪ PM আপডেট: ২৪.০৬.২০২৪ ৭:০৯ PM
জার্মানিতে সিগারেট ও মদ শিশু-কিশোরদের নাগালের বাইরে রাখতে অনেক বিধিনিয়ম রয়েছে৷ কিন্তু ক্ষতিকারক এনার্জি ড্রিংকসের ক্ষেত্রে তেমন উদ্যোগ নেই৷ ডাক্তার ও কর্মীরা মনে করছেন এনার্জি ড্রিংকসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত৷ অনেক ইউটিউব ও ইন্টারনেট তারকার মিষ্টি পানীয় রঙিন, চকচকে ও নজর কাড়ার মতো৷ এমন আইস টি অথবা এনার্জি ড্রিংক শিশু-কিশোরদের কাছে অত্যন্ত জনপ্রিয়৷ 

লুকা, হানেস ও ইয়ুস্টুসের মতো ফুটবল অনুরাগীদের বয়স ১৩ থেকে ১৪৷ এরাই এমন পানীয়ের ক্রেতা হিসেবে কোম্পানিগুলির কাছে আকর্ষণীয়৷ এনার্জি ড্রিংক অবশ্যই তাদের পরিচিত৷ কেউ মাঝেমধ্যে খায়, তবে বেশিরভাগ সময়ে গোপনে৷ কেউ বা একবার চেখে দেখেছে৷ কেউ কেউ কখনোসখনো একটি ক্যান কিনেছে৷ কিন্তু তাদের পরিচিত মহলে এবং ফুটবল টিমে বিষয়টি নাকি অন্যরকম৷

১৩ বছর বয়সী হানেস মতে, অনেকে পানির বোতলে এনার্জি ড্রিংক ভরে নেয়, যাতে কোচ টের না পায়৷

১৪ বছর বয়সী ইয়ুস্টুস জানালো, আমি দুই একজন বা আরো বেশি মানুষকে চিনি, যারা স্কুলের আগে রেডবুল বা অন্য কোনো পানীয় জোগাড় করে৷ কখনো স্কুলে, কখনো বা স্কুলের পর সেটা খেয়ে নেয়৷

সুপারমার্কেট, পেট্রল পাম্প অথবা পাড়ার ছোট স্টলে এনার্জি ড্রিংকের বিশাল সম্ভার দেখা যায়৷ অনেক পরিমাণ চিনির পাশাপাশি সেই পানীয়ের মধ্যে টাউরিন নামের পদার্থ ও বিশাল মাত্রায় ক্যাফেইন থাকে৷ এমনকি শিশুরাও বিনা বাধায় সেই পানীয় কিনতে পারে৷ এক শিশুদের হৃদরোগ বিশেষজ্ঞ এমন অনেক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন, যারা প্রতিদিন বেশ কয়েক লিটার এনার্জি ড্রিংক পান করে থাকে৷

পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হিসেবে মার্টিন হুল্পকে-ভেটে বলেন, কয়েকটি ক্ষেত্রে রোগীরা বলে যে, তাদের খুব দ্রুত হৃদস্পন্দন হচ্ছে, যা তাদের খুবই অস্থির করে তুলছে৷ কয়েকজন রোগীর ক্ষেত্রে রক্তচাপ বাড়ার প্রমাণ পাওয়া যায়৷ যারা নিয়মিত ও বেশি পরিমাণে এই পানীয় গ্রহণ করে, তাদের ক্ষেত্রে আমরা আলট্রাসাউন্ড পরীক্ষায় কার্ডিয়াক পেশী প্রাচীর আরো পুরু হতে দেখি৷ সেটা খুবই উদ্বেগজনক৷

এই বিশেষজ্ঞের মতে, খুব খারাপ অবস্থায় কার্ডিয়াক অ্যারিথমিয়াস দেখা দিতে পারে, যা রোগীর জীবন বিপন্ন করতে পারে৷ জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের ভোক্তা সুরক্ষা দপ্তরের কর্মী ইরিস লাকুয়া বিভিন্ন স্কুলের ক্লাসে গিয়ে শিশুদের এনার্জি ড্রিংকসের ঝুঁকির কারণ ব্যাখ্যা করেন৷ এমন পানীয়ের উপকরণ সম্পর্কেও তিনি তথ্য দেন৷ তবে ক্যানের উপর সেই তালিকা পড়া প্রায়ই বেশ কঠিন৷

একটি আধ লিটারের এনার্জি ড্রিংকের মধ্যে প্রায় ২০টি সুগার কিউবের সমান পরিমাণ এবং ১৬০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে৷ ৫০ কিলো ওজনের এক কিশোর এমন একটি ড্রিংক পান করলে তার বয়সের জন্য নির্ধারিত ক্যাফেইনের ঊর্ধ্বসীমা পেরিয়ে যায়৷ সে কারণে ডাক্তার ও ভোক্তা সুরক্ষা কর্মীরা শিশু ও কিশোরদের কাছে এমন পানীয় বিক্রির উপর নিষেধাজ্ঞার দাবি করছেন৷ কিন্তু সেই বিষয়ের ভারপ্রাপ্ত ফেডারেল মন্ত্রণালয়ের এই মুহূর্তে এমন কোনো পরিকল্পনা নেই৷ ফলে জনপ্রিয়তার তুঙ্গেই থাকছে শিশু ও কিশোরদের কাছে এনার্জি ড্রিংকস।

বাবু/এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত