মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নীলফামারীতে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২:৪৬ PM
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদর উপজেলার আয়োজনে ‘রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের’ আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে উপজেলা পরিষদ প্রাঙ্গণে। 

আজ দুপুরে প্রধান অতিথি থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। 

কৃষি বিভাগের নানা কর্মসুচি এবং সদর উপজেলায় উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য উপস্থাপন করা হয় মেলার ২৩টি স্টলে। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পাঁচজন বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত বীর নিবাসের চাবি এবং উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ১৪জনের মাঝে ১৪লাখ টাকার চেক হস্তান্তর করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন। 

বাবু/এস






« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত