কেরানীগঞ্জে অপহরণ মামলা রুজুর ৬ঘন্টার মধ্যে শাহিল (৮) নামের এক শিশুকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত অপহরণকারী মো. আল আমিন (২৭) ও মো. নুর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
আল আমিন গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার খান্দারপাড় গ্রামের আবুল খায়েরের ছেলে। এবং গ্রেফতারকৃত নুর ইসলাম বরিশাল জেলার কাজিরহাট থানার সোনাপুর গ্রামের আবুল কালামের ছেলে।
মঙ্গলবার (২৫জুন) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ।
ঘটনার বিবরণে পুলিশ জানায় অপহৃত শিশু শাহিল গত ২৩ জুন দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন গোলামবাজার সানোয়ার ভুইয়ার ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে ঐদিন অপহৃত শিশুর পিতা রুবেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে অজ্ঞাত এক ব্যক্তি শিশু শাহিলকে অপহরণের একটি ভিডিও পাঠায় এবং ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।
অন্যথায় শিশু শাহিলকে মেরে ফেলার হুমকি দেন। এঘটনায় অপহৃত শিশুর পিতা রুবেল বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা রুজুর ৬ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।