বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
কেএমপির অফিসার্স মেস উদ্বোধন করলেন আইজিপি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৫:১১ PM আপডেট: ২৫.০৬.২০২৪ ৫:১৩ PM
খুলনা মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেস উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে লাল ফিতা কর্তন এবং নামফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলনা মহানগরীর খালিশপুরে অবস্থিত পুলিশ অফিসার্স মেসটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল আইজিপিকে হাউস গার্ড সালামী প্রদান করেন।

এ সময় কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মোছাঃ তাসলিমা খাতুনসহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

বাবু/এস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত