মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিটিভির নিয়মিত শিল্পী হলেন মানিকগঞ্জের প্রিয়া
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৫:৪৭ PM আপডেট: ২৫.০৬.২০২৪ ৬:৪৬ PM
মায়ের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তার সন্তানকে শিল্পী হিসেবে গড়ে তোলার। তাই, তিনি তার মেয়েকে ছোটবেলা থেকেই বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখিয়েছেন। তার মেয়ের নাম সঞ্চিতা পণ্ডিত প্রিয়া। শিবালয়ের নতুন পাড়া গ্রামে প্রিয়ার বাবার বাড়ি। 

প্রিয়ার মা পেশায় একজন গৃহিণী। তার নাম ববিতা পন্ডিত। প্রিয়ার পিতা সত্যন কান্ত পন্ডিত ভজন, তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী। প্রিয়ার বাবা-মায়ের একমাত্র আদরের কন্যা। তাই, তার মা ছোটবেলা থেকে অনেক যত্ন করে বড় করেছেন। 

প্রিয়ার ছোটবেলা থেকেই গান শেখার প্রতি আগ্রহ অনেক বেশি ছিল। তাই তার মা প্রিয়াকে সাথে নিয়ে বিভিন্ন সরকারি - বেসরকারি অনুষ্ঠানে গান করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এছাড়া, ওস্তাদদের বাড়িতে গিয়ে অথবা প্রিয়ার বাসায় এসে ওস্তাদরা প্রিয়াকে নিয়মিত গান শেখার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া, প্রিয়া স্থানীয় গানের অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি পুরস্কার অর্জন করেছে। প্রিয়া শিবালয়ের স্বনামধন্য অক্সফোর্ড একাডেমী থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে ২০২২ সালে সুনামের সাথে এসএসসি পাস করে। পরে, ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ইন্টারমিডিয়েট এ ভর্তি হয়েছেন। তিনি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী ।


সম্প্রতি, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে প্রিয়া নির্বাচিত হয়েছেন । জানা গেছে, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে ফোক গান ক্যাটাগরিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছেন।  

বিটিভির তালিকাভুক্ত হওয়ায় ব্যাপারে প্রিয়া বলেন, ছোটবেলা থেকেই বিটিভিতে তালিকাভুক্ত হওয়া নিয়ে ভাবতাম। আমারও অনেক ইচ্ছা ছিল তালিকাভুক্ত হওয়ার। খুব ভালো লাগছে ফোক গানে তালিকাভুক্ত হতে পেরে।

তিনি বলেন, বিজ্ঞ বিচারকরা আমার গান শুনে মুগ্ধ হয়েছেন। আমাকে বিটিভিতে তালিকাভুক্ত করেছেন, এ জন্য আমি আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিটিভি আমার প্রাণের চ্যানেল, এতে তালিকাভুক্ত হয়ে সত্যিই ভীষণ গর্বিত আমি।

এ ব্যাপারে প্রিয়ার মা ববিতা পন্ডিত বলেন, শিল্পীরাই ইতিহাস ও ঐতিহ্যকে সবচেয়ে বেশি ধারণ করে। তাই, বাঙালির লোকসংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরতে এবং মানিকগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করতে আমার মেয়ে ভুমিকা রাখবে বলে আশা করছি। আমি প্রিয়ার জন্য সবার কাছে আশীর্বাদ চাই।

বাবু/এস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত