গাজীপুরেরে শ্রীপুরে সেভেন রিংস্ সিমেন্টের আয়োজনে পার্টনারমিট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার সেভেন রিংস সিমেন্টের ১২০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করে।
গাজীপুরের সিরিরচালা এলাকার পিকনিক স্পট পুষ্পদাম রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ জুন) মেসার্স সুমন এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সেভেন রিংস্ সিমেন্টের শ্রীপুর এরিয়া ডিষ্ট্রিবিউটর জহিরুল ইসলাম আকন্দ সুমনের সভাপতিত্বে এবং টিএসএম সামছুল ইসলামের সঞ্চালনায় পার্টনারমিট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের গাজীপুর ও নরসিংদী জোনের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) হাবিবুন্নবী।
পার্টনারমিট সভায় এসময় মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক মাওনা শাখার ব্যবস্থাপক জাবেদ মোর্শেদ বক্তব্য রাখেন। ব্যবসায়ীরা তাদের সেভেন রিংস্ সিমেন্ট বিক্রয়ের বিভিন্ন সুবিধা, অসুবিধা ও সফলতার কথা তুলে ধরেন। সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারী ব্যবসায়ী ও ডিলারদের মধ্যে সর্বোচ্চ ৩০ জন সেরা ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার বিতরণ করেন সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) হাবিবুন্নবী।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার মাহাদী এন্টারপ্রাইজকে প্রথম পুরষ্কার (ল্যাপটপ), ভবানীপুরের মমতাজ এন্টারপ্রাইজকে দ্বীতীয় পুরষ্কার (কানের দুল) এবং শ্রীপুর চৌরাস্তার যথাক্রমে আলামীন ও আকন্দ এন্টারপ্রাইজকে চতুর্থ পুরস্কার (ডীপ ফ্রিজ) উপহার দেওয়া হয়।
অন্যান্য অংশগ্রহণকারীদের প্রত্যেককে সাধারণ পুরষ্কার দিয়ে সম্মাণীত করা হয়। পরে র্যাফেল ড্র’র মাধমে উপস্থিতিদের মধ্যে ভাগ্য পরীক্ষা (লটারি) দিয়ে ৮ জনকে পুরষ্কৃত করা হয়।
বাবু/এস