কমলগঞ্জে মোটরসাইকেলে ধাক্কা লেগে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকাল সাড়ে ৪ ঘটিকায় শমশেরনগর বিমানঘাটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের শুকর আলীর স্ত্রী আঙ্গুরি বেগম (৬০) মাঠ থেকে গরু আনতে গিয়ে অন্যমনস্ক হয়ে চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. আবু বক্কর সত্যতা নিশ্চিত করেন।