বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
স্কুলে পরিচ্ছন্নতাকর্মীপদের নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ১০:৪৪ AM
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ আব্দুস ছামাদ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীপদের নিয়োগ বাতিলের দাবীতে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন গঙ্গাচড়া শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রেসক্লাব গঙ্গাচড়া কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, গঙ্গাচড়া হরিজন মানবাধিকার ফাউন্ডেশন শাখার সভাপতি রাজকুমার বাসফোর।

লিখিত বক্তব্যে বলা হয়, ওই উচ্চবিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মীপদে  কোটা বিধিমালা উপেক্ষা করে হরিজন সম্প্রদায়ের বাইরের একজনকে টাকার বিনিময়ে গত ৭ জুন নিয়োগ দেওয়া হয়। অথচ ওই নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েও হরিজন সম্প্রদায়ের অজয় বাসফোর নিয়োগ পাননি। এ নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষিত শিক্ষাপ্রতিষ্ঠানে জাত হরিজন সম্প্রদায়ের ৮০ ভাগ লোক নিয়োগের কোটা আদেশ অনুসরণ করা হয়নি। একারণে ওইপদের নিয়োগ বাতিলের দাবী জানান তাঁরা।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হরিজন সম্প্রদায়ের উপজেলা নেতা রতন বাসফোর ও শান্ত বাসফোরসহ ১১ জন।
গত ৮ জুন একই দাবীতে গঙ্গাচড়া সদরে হরিজন সম্প্রদায়ের লোকজন  মানববন্ধন কর্মসূচি পালন করেছিল। এর আগে ওই বিদ্যালয়ে ওইপদে নিয়োগ কার্যক্রম শুরু হলে গত ৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৭ জুন জেলা প্রশাসক এবং ৯ জুন রংপুরের উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা কর্মকর্তার বরাবরে লিখিত আবেদন করে হরিজন সম্প্রদায়ের লোকজনকে নিয়োগ দেওয়ার দাবী জানিয়েছিলেন হরিজন নেতারা।

জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, আমরা বিধিমালা মেনেই পরিচ্ছন্নতাকর্মীপদে নিয়োগ দিয়েছি। এক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত