সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও এক ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।
বুধবার (২৬ জুন) সকাল থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এছাড়া সকাল ১১টা থেকে দুপুর ১২টা বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয় খোলার পর প্রথম কার্যদিবস মঙ্গলবারও (২৫ জুন) তারা একই কর্মসূচি পালন করেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানের নেতৃত্বে বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষক অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কর্মসূচি পালন করেছি। আগামী ৩০ জুন আমরা দিনব্যাপী কর্মবিরতি পালন করবো। এর পরেও দাবি পূরণ না হলে আমরা ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি করবো।