বুধবার বিকেলে মা’র সাথে ফসলের মাঠে ধান কুড়ানোর সময় বজ্রপাতে শ্রীদাম চন্দ্র (১২) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
শ্রীদাম চন্দ্র বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের গিরাইল গ্রামের নারায়ন চন্দ্রের ছেলে। শ্রীদামের বাবা হত দরিদ্র নারায়ন চন্দ্র একই উপজেলার কালাই গ্রাম থেকে এসে গিরাইল শ্বশুরালয়ে বাড়ী করে সেখানেই থাকতেন।
জানা গেছে, শ্রীদাম দুপুরে তার মার সাথে গিরাইল গ্রামের দক্ষিন মাঠে ধান কুড়াচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হলেও সুস্থ্য রয়েছেন তার মা। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি হাসপাতাল ও শ্রীদামের মামা উকিল চন্দ্র নিশ্চিত করেন।