মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কোয়ার্টার ফাইনালের আর্জেটিনার প্রতিপক্ষ কে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১:১৮ PM আপডেট: ২৭.০৬.২০২৪ ২:৫১ PM
শিরোপা ধরে রাখার মিশনের শেষ আটে কারা হতে পারে মেসি-ডি মারিয়াদের বাঁধা? এ নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টাইনদের ভক্তদের আগ্রহের কমতি নেই। ৪৮তম আসরের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সম্ভবত প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর অথবা মেক্সিকো।

কোপা আমেরিকায় প্রথম দল হিসেবে শেষ আটে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। আসরের উদ্বোধনী ম্যাচে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে কানাডাকে ২-০ ব্যবধানে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। শুক্রবার (২১ জুন) সে ম্যাচে নিজে গোল না পেলেও লা আলবিসেলেস্তাদের দুই গোলে অবদান ছিল লিওনেল মেসির। 

দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলিকে ১-০ গোলে হারায় লিওনেল স্কালোনির দল। এ ম্যাচেও গোল পাননি মেসি। ম্যাচের ৮৮ মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

এ ম্যাচে ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি গুরুতর না হলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে তাকে বিশ্রাম দিতে পারেন লিওনেল স্কালোনি।


কোপা আমেরিকার সূচি অনুযায়ী বি-গ্রুপের দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনাকে লড়তে হবে কোয়ার্টার ফাইনালে। এ-গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে বি-গ্রুপের রানার্স আপের সঙ্গে। আর বি-গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে এ-গ্রুপের রানার্স আপের বিপক্ষে।

বি-গ্রুপে খেলছে ইকুয়েডর, ভেনেজুয়েলা, মেক্সিকো ও জ্যামাইকা। মেসিদের মতো টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।

এতে এ এবং বি-গ্রুপের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে যথাক্রমে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। আর বি-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠার দৌড়ে আছে ইকুয়েডর এবং মেক্সিকো। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত