বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
গৌরনদী উপ-নির্বাচনের জের ধরে গৃহবধুর উপর হামলা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪:০৫ PM আপডেট: ২৭.০৬.২০২৪ ৪:৩৫ PM
বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের জের ধরে হামলার শিকার হয়েছে এক নারী সহ তিন জন। এ ছাড়া একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালাবদ্ধ করা হলে পরবর্তীতে পুলিশ তালা খুলে দেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, প্রতিদন্ধি প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের সমর্থকদের বাঁধা উপেক্ষা করে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছে সুলতানা বেগম (৫৪) নামে এক গৃহ বধু। গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। 

বুধবার পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরদী মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। অপর দিকে বৃহস্পতিবার সকালে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সমর্থক সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা বেগমের পুত্র টরকী বন্দরের ব্যবসায়ী পুত্র শুভ খানকে মারধর করে তার দোকান ঘর তালাবদ্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

পৌর সভার সুন্দরদী মহল্লার হোটেল ব্যবসায়ী জামাল মাঝির স্ত্রী সুলতানা বেগম হাসপাতালে বেডে শুয়ে বৃহস্পতিবার সকালে অভিযোগ করেন, পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করেন মেয়র প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের সমর্থক মামুনুর রশীদ মনু মোল্লা, আলমাদানী সিকদার, মামুন মৃধা সহ তাদের সহযোগীরা।


বুধবার তাদের বাঁধা উপেক্ষা করে টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মামুনুর রশীদ মনু মোল্লা, আলমাদানী সিকদারের নেতৃত্বে হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ব্যবহৃত স্বর্নলংকার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

অপর দিকে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন অভিযোগ করেন, তার সমর্থন করায় প্রতিদন্ধি প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূইয়ার সমর্থক রাশেদ হাওলাদার, জামাল সরদার, দিদার সরদাদের নেতৃত্বে ৮ থেকে ১০ জনে বৃহস্পতিবার সকালে টরকী বন্দরের ব্যবসায়ী শুভ খান, বারেক সরদার ও ১নং ওয়ার্ড কাউন্সিলর সিকদার খোকনের শ্যালক মুন্না ঘরামীকে মারধর করে এবং শুভ খানের দোকান ঘর তালাবদ্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্ধ দোকান খুলে দেয়। 

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান,  উভয় ঘটনায় অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত