বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
দুর্গাপুরে সোমেশ্বরী নদী খননের দাবীতে মানববন্ধন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪:১২ PM
নেত্রকোনার দুর্গাপুরে পাহাঢ়ি ঢল থেকে ফসল রক্ষায় সোমেশ্বরী নদী খননের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে৷ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের কৃষকদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়৷ 

মানববন্ধনে সর্বস্তরের কৃষকদের পক্ষে বক্তব্যে আশ্রাব আলী,মামুনুর রশিদ,ফরিদ মিয়া,শহিদুল ইসলাম,ইন্তাজ আলী,কবীর,মোতালেব,ফজলু, আমিনুলসহ আরো অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন,চলতি বছরের পাহাড়ি ঢলের সাথে ধেয়ে আসা বালু আমাদের কৃষকদের জমিতে পড়ে জমি বালুর স্তরে পরিণত হয়েছে৷ ২০১০ সাল থেকে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের জন্য ইজারা কার্যক্রম শুরু হয়। এরপর থেকে আমরা কৃষকরা বছরের পর বছর পাহঢ়ি ঢল থেকে আমাদের জমি রক্ষা পেতে শুরু করে। 

বর্তমান সময়ে ইজারা বন্ধ থাকায় নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবী সোমেশ্বরী নদীর দুই পাড়ে স্থায়ী বেড়ি বাঁধ সহ নদীটি খনন করে আমাদের ফসলি জমি রক্ষার জন্য। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেন কৃষকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত