প্রায় সাড়ে চার কোটি টাকা বকেয়া থাকায় মানিকগঞ্জ পৌরসভার ৪৩ টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিচ্ছিন্নকারী টিম এই অভিযান পরিচালনা করেন।
মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, বিচ্ছিন্নকৃত ৪৩ টি প্রতিষ্ঠানের নিকট ৪ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া রয়েছে। বারবার পত্র ও মৌখিকভাবে তাগাদা দেওয়া সত্বেও বেধে দেওয়া সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি পৌর কর্তৃপক্ষ। এমত অবস্থায় পল্লী বিদ্যুৎ সমিতি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। বাধ্য হয়ে পৌর ভবন, পানি শোধনাগার, পৌর সুপার মার্কেট, স্টিট লাইটসহ ৪৩টি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এদিকে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছে পৌর সুপার মার্কেটের ৫ শতাধিকব্যবসায়ী, ৭ সহস্রাধিক পানির গ্রাহক।
পৌর সুপার মার্কেটের ব্যবসায়ীরা জানান, আমরা পৌর কর্তৃপক্ষকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি। কিন্তু পৌর কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ পূর্ণ সংযোগ না দেওয়া হলে ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ তসলিম হৃদয় জানান, পৌরবাসী ও ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে অচিরে বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, জুন ক্লোজিং এ বিদ্যুৎ বিল পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। দীর্ঘদিন যাবত পৌর কর্তৃপক্ষের নিকট ৪ কোটি ৩৭ লাখ টাকারও বেশি বকেয়া পড়ে আছে। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সাথে বহুবার দেন-দরবার করা হয়েছে।জেলা সমন্বয় সভায় বারবার উপস্থাপিত হয়েছে।
সর্বোপরি আরইবির চেয়ারম্যান পৌর কর্তৃপক্ষকে বিল পরিশোধের অনুরোধ জানিয়েছেন। কোন কিছুতেই কাজ হয়নি। এমনকি বিল পরিশোধ করবে এমন আশ্বাসও মিলেনি। তাই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।