মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
দুর্গাপুরে আগুনে পুড়ে ছাই মোটরসাইকেল গ্যারেজ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১:৫৪ PM আপডেট: ২৮.০৬.২০২৪ ২:১২ PM
নেত্রকোনার দুর্গাপুরে গভীর রাতে আগুন লেগে একটি মোটরসাইকেল মেকানিক দোকান (গ্যারেজ) পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় উপরের দোতলায় বসতঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পৌর শহরের শিবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গ্যারেজ ব্যবসায়ী বাদল সাহা জানান, প্রতিদিনের মতো রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে যান। 

রাতে হঠাৎ তাঁর বাবা ডেকে তুলে জানায় দোকানে আগুন লেগেছে এ খবর শুনে তিনি এসে দেখেন আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। দোকানে থাকা কোনো কিছুই রক্ষা করতে পারেননি। গ্যারেজে একটি মোটরসাইকেল, বিভিন্ন যন্ত্রাংশসহ আড়াই থেকে তিন লাখ টাকার মালামাল ছিল বলে দাবী তাঁর।

এ ব্যাপারে দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক বলেন,নদী পারাপারের সুযোগ না থাকায় আমরা যেতে পারেনি। ধোবাউড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 
  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত