মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
পটুয়াখালীতে ৯ হাজার লিটার অ‌বৈধ চাই‌নিজ বিয়ার জব্দ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৭:৪৯ PM
পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শ' ৮০ পিচ ক্যান অ‌বৈধ চাইনিজ বিয়ার জব্দ ক‌রে‌ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। এ সময় ৩ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। গ্রেপ্তারকৃত‌দের ম‌ধ্যে পায়রা তাপ‌বিদ‌্যুৎ কে‌ন্দ্রের এক‌টি ঠিকাদারী প্রতিষ্ঠা‌নের দুইজন কর্মকর্তা র‌য়ে‌ছেন। 

শুক্রবার ভোরে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি কাভার্টভ্যানসহ এসব মাদক জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো পট‌য়িাখালীর কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়নের মোঃ রফিকুল ইসলামের ছেলে বশিরুল ইসলাম(২৮), একই উপজেলার নাচনাপাড়া এলাকার রফিক হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বী(২৩) ও কাভার্ড ভ্যান চালক  বরিশাল জেলার কাউয়ানিয়া থানার মোঃ হারুন মুন্সির ছেলে মোঃ রুবেল মুন্সি (৩৩)।

এদের ম‌ধ্যে বাসিরুল ও মেহেদী পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী চাইনিজ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে বিভিন্ন পদে কর্মরত এবং গ্রেপ্তারকৃত অপরজন রুবেল মুন্সী ওই কাভার্ট ভ্যানের চালক। 

প্রতিটি ক্যানে ৩৩০ এমএল করে মোট বিয়ারের সংখ্যা ৮ হাজার ৮শ' ৭০ লিটার। জব্দকৃত এসব অ‌বৈধ বিয়ারের বাজার মূল্য আন‌মিা‌নিক ২ কোটি ১৫ লক্ষ ৪ হাজার টাকা। 

পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটুয়াখালী  ব্রী‌জের ঢা‌লে টোল প্লাজায় এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে, চায়না থেকে নৌপথে এসব মাদক পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। গাড়িটি কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পায়রা‌েতাপবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। 

এনা‌য়েত হো‌সেন আ‌রো জানান, এ ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-২৪( গ)(৪১) একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত