ভূঞাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি'র অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পৌর বিএনপি'র সাধারন সম্পাদক লুৎফর রহমান গিয়াসের সঞ্চালনায় পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, জাহাঙ্গীর হোসেন মণ্ডল, নিয়ামত আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।