বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
শেরপুরে এডভোকেট মোখলেছুর রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৪:১৮ PM
শেরপুরে এডভোকেট মোখলেছুর রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

২৯ জুন (শনিবার)সকাল সাড়ে ১১টায় শহরের  অষ্টমীতলা এলাকার শেরপুর-জামালপুর সড়কের দুই পাশে এক দীর্ঘ মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অষ্টমীতলা ও পূর্বশেরী এলাকার নারী-পুরুষসহ প্রায় দুই হাজার এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন, আরিফুল ইসলাম নিশান। 

এসময় তিনি বলেন, এডভোকেট মোখলেছুর রহমান দীর্ঘ ১৫ বছর ধরে অষ্টমীতলাস্থ জামে মসজিদ, কাশিমুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা এবং কবরস্থান কমিটি এলাকাবাসীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক নিজেই সভাপতির পদপদবী দখল করে রেখেছেন। এছাড়াও তার ছেলে মোর্শেদুর রহমান সন্ত্রাসী বাহিনী তৈরি করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ত্রাসের রাজস্ব কায়েম করেছে বলে অভিযাগ তুলে ধরেন।

এডভোকেট মোখলেছুর রহমান ও তার ছেলে মোর্শেদুর রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ফার্ণিচার ব্যবসায়ী বাদশা মিয়া এবং আবু সাঈদকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে দেয়া হয় বলে সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করা হয়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে। সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা শরাফত আলী, শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত