বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
দুর্নীতির অভিযোগে উপ-সহকারী প্রকৌশলীকে অপসারণের দাবিতে মানববন্ধন!
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৪:৫৬ PM
অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে বৈদ্যুতিক পোল বানিজ্য, বৈদ্যুতিক মিটার বানিজ্য, মিটার ছাড়া লাইন দিয়ে বিদ্যুৎ বানিজ্য ও গ্রাহকদের সাথে অসদাচরণের প্রতিবাদে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) নলছিটি শাখার উপ-সহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। 

শনিবার, (২৯ জুন) বেলা সাড়ে ১১  টার দিকে  উপজেলার ফেরিঘাট সড়কে আবাসিক প্রকৌশলীর দপ্তরের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তারা, উপ সহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদার কে দ্রুত কর্মস্থল থেকে অপসারণ ও তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময়  বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা বালী তাইফুর রহমান তূর্য,মেহেদী হাসান, রাকিব হোসেন,রমজান জুয়েল, হোসনেয়ারা বেগম,মো.শাহজাহান আলী। 

এ বিষয়ে জানার জন্য , ওজোপাডিকো'র নলছিটি শাখায় গেলে উপ-সহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদার কে অফিসে পাওয়া যায়নি। পরবর্তিতে তার ব্যবহারিত সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়েও তা বন্ধ পাওয়ায় তার পক্ষ থেকে কিছু জানা সম্ভব হয়নি। 

নলছিটি ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মো.সোহেল রানা সাইফুদ্দিন তালুকদার বলেন,অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। 

ওজোপাডিকো ঝালকাঠি শাখার নির্বাহী প্রকৌশলী জানান , “মানববন্ধনের বিষয়ে আমি অবগত নয়। আপনার কাছেই শুনলাম। যে উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে তার ফার্স্ট কন্টোলিং কর্মকর্তা ওখানের আবাসিক প্রকৌশলী। আবাসিক প্রকৌশলী বা কেউ যদি তার বিরুদ্ধে এরকম অভিযোগ করে তাহলে অবশ্যই তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে ওজোপাডিকো বরিশাল শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মজিদ জানান, মানববন্ধনের বিষয়ে আমি অবগত নয়। কাগজপত্রে অভিযোগ পেলে তদন্ত করার জন্য পাঠিয়ে দেয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত