মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ আইনমন্ত্রী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৬:৫১ PM
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা এবং খাবারের মান দিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এ অবস্থায় শনিবার (২৯ জুন) স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজলের নেতৃত্বে দিন ব্যাপি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হয়। 

অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের জন্য নিন্মমানের খাবার পরিবেশন দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে ভিডিও কলে হাসপাতালের অবস্থা দেখেন মন্ত্রী।

অপরিচ্ছন্ন অবস্থা দেখে ক্ষুদ্ধ মন্ত্রী প্রশ্ন করেন, এই হাসপাতালে মানুষের চিকিৎসা হয় নাকি ময়লার। তিনি পরিচ্ছন্নতার কাজে থাকা জনপ্রতিনিধিসহ ছাত্র-যুবককের ধন্যবাদ জানিয়ে এমন কাজ প্রতিনিয়ত পরিচালনা করার নির্দেশ দেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর মেয়র তাকজিল খলিফার নেতৃত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন বেগ শাপলু, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী এবং নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্ডপাদক শফিকুল ইসলামসহ ছাত্র-যুবকদের একটি দল বেলা ১১ টা থেকে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এসময় হাসপাতালের প্রবেশমুখ থেকে কয়েক টন আবর্জনা তারা অপসারণ করেন। তাদের এ কার্যক্রম চলে বিকেল পৌণে চারটা পর্যন্ত। দলটিতে অন্তত ৭০ জন অংশগ্রহণ করেন।

এসময় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, আইনমন্ত্রীর নির্দেশে আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করি। আমরা হাসপাতালে অবস্থান কালে দেখতে পাই বেলা তিনটা পর্যন্ত রোগীদের দুপুরের খাবার দেয়া হয়নি। ওই সময় খাবার তৈরির ঘরে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পাই। পরে দায়িত্বরত বাবুর্চির ঘরে গিয়ে দেখতে সেখানে ১ কেজির কম চালের ভাত এবং পাঙ্গাস মাছের ছোট ছোট কয়েকটি পিস রোগীদের জন্য রাখা আছে। যা খাবার অযোগ্য। যদিও আমার দেখামতে অন্তত ৪০ জনের মতো রোগী তখনো হাসপাতালে ভর্তি ছিল। বিষয়টি তাৎক্ষনিক হাসপাতালের তত্বাবধায়ককে অবহিত করি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: আসাদুজ্জামান ভূইয়া বেলা তিনটা পর্যন্ত খাবার না পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, নিন্মমানের খাবার পরিবেশনের বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করবো। টেন্ডার জটিলতায় আমরা অব্যাহৃত জিনিসগুলো প্রবেশমুখ থেকে সরাতে পারিনি। মন্ত্রী মহোদয়ের নির্দেশ পেয়ে ইতিমধ্যে আমরা সির্ভিল সার্জনকে বিষয়টি অবহিত করেছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত