নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিদায় এবং নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানবৃন্দদেরকে বরণ করে নিয়েছে কেন্দুয়া উপজেলা প্রশাসন।
রবিবার (৩০জুন) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে বিদায় ও বরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, বিদায়ীজন কেন্দুয়া উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা, সাবেক ভাইস চেয়ারম্যান মো.মোফাজ্জল হোসেন ভূঞা, ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সেলিনা বেগম সুমি।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. এনামুল হক পিপিএম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, মো.ইসলাম উদ্দিন, মো.এনামুল কবীর খান, কামরুজ্জামান খান সোহাগ, আব্দুস ছালাম বাঙ্গালী, মো.লুৎফর রহমান ভূঞা, মো.শাহীন মিয়া, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সুধীমহল উপস্থিত ছিলেন ।