বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ভূঞাপুরে ছাগলের দুধ খাচ্ছে বাছুরে!
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১:৪৪ PM আপডেট: ০১.০৭.২০২৪ ২:০৯ PM
বাঘে-মহিষে এক ঘাটে পানি না খেলেও, ছাগলের দুধ খেয়ে বেড়ে উঠছে গরুর বাছুর। তাও আবার একই সঙ্গে।

ব্যতিক্রমী এমনই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের শাহ জাহান তালুকদার নামের এক কৃষকের বাড়িতে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদৃশ্য একনজর দেখতে কৃষক শাহ জাহান তালুকদারের বাড়িতে ভীড় করছেন উৎসুক জনতা।

সরেজমিনে দেখা যায়, কৃষক শাহ জাহান নিজেই সকালে গোয়ালঘর থেকে ছাগল ও গরু বের করছেন। প্রথমে ছাগল ও গাভী গরু বের করেন। তারপর বাছুরকে বের করার সাথে সাথেই সেটি তার মায়ের কাছে না গিয়ে ছাগলের কাছে গিয়ে দুধ খাওয়া শুরু করলো। 

বিষয়টি দেখে সবাই আশ্চর্য হচ্ছে। যারা শুনে বিশ্বাস করতে চাচ্ছে না তারা দুধ খাওয়ার এমন দৃশ্য দেখতে ভীড় করছে শাহ জাহানের বাড়িতে। সব চেয়ে আশ্চর্যের বিষয় হলো ছাগলটি তার বাচ্চাদের দুধ খেতে দিচ্ছে না, কিন্তু বাছুরকে ঠিকই খেতে দিচ্ছে।


কৃষক শাহ জাহান তালুকদার জানান, গত চার মাস আগে বাড়িতে একটি ছাগল ২টি বাচ্চা জন্ম দেয়। কিছুদিন পর গাভীও একটি বাচ্চার জন্ম দেয়। তারা যার যার মায়ের দুধ খেয়ে বড় হতে থাকে। হঠাৎ একদিন দেখতে পাই বাছুর ছাগলের দুধ খাচ্ছে। বিষয়টি দেখে খুবই আশ্চর্য হলাম। 

এর আগে শুনেছি যে, ছাগলের বাচ্চা গরুর দুধ খায় কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় তা এই প্রথম দেখলাম। ছাগলের দুধ বাছুরে খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ বাড়িতে আসছেন।

এমন দৃশ্য দেখতে আসা আলমগীর, শাহ জামাল, দিশাদ ও রনি বলেন, গাভীর দুধ ছাগলের বাচ্চায় খায় এর আগে দেখেছি কিন্তু ছাগলের দুধ যে বাছুরে খায় এমন দৃশ্য এই প্রথম দেখলাম। সত্যিই এক আশ্চর্যের বিষয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস জানান, প্রাণিকূলে এমনটি হতে পারে। সচরাচর এমন ঘটনা দেখা যায় না। তবে ছাগলটি তার নিজের সন্তান ভেবে বাছুরকে দুধ খাওয়াতে পারে। এরুপ ঘটনা হরমোনের কারণে হয়ে থাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত