খুলনার দাকোপে চালনা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ৩৮ কোটি ১ লাখ ৮১ হাজার ৬৩৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে রাজস্ব আয় দেখানো হয়েছে ২ কোটি ২১ লাখ ৮১ হাজার ৬৩৫ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৭ লাখ ৮ হাজার ৬৩৫ টাকা।
রবিবার বিকাল ৫টায় পৌরসভার হল রুমে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, কাউন্সিলর শুভংকর রায়, রোস্তম আলী খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মামুনুর রশিদ, কমলেশ গোলদার, গৌতম সাহা, দেবাশিষ ঢালী প্রমুখ। এসময়ে সকল কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।