বাগেরহাটের চিতলমারীতে লতিফ শেখ (৫০) নামের এক মাছ চাষীকে কুপিয়ে মাছ বিক্রির টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার (০১ জুন) দুপুরে ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তে মাছ বিক্রি করে ফেরার পথে চিতলমারী উপজেলার বাখরগঞ্জ বাজার সংলগ্ন সুড়িগাতি এলাকায় এই ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় উদ্ধার করে ওই ব্যবসায়ীকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মারধরের শিকার লতিফ শেখ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালি গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে। ঘটনার সময় লতিফ শেখের চাচাতো ভাই ভাড়ায় চালিত ভ্যানের চালক মুকুল শেখ সাথে ছিলেন।
তিনি বলেন, ফলতিতা থেকে মাছ বিক্রি করে লতিফ শেখকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে সুড়িগাতি পৌছালে চৌদ্দহাজারি গ্রামের মানিকসহ ৭-৮জন আমাদের ভ্যান আটকে দেয়। পরে বস্তায় থাকা রামদা, কুড়াল ও লাঠি দিয়ে লতিফ শেখকে এলোপাথাড়ি কোপাতে থাকে। সাথে আমাকেও লাঠি দিয়ে পিটাই। এক পর্যায়ে সেজ ভাই(লতিফ শেখ)কে ফেলে রেখে ওরা চলে যায়।সেজ ভাইয়ের কাছে থাকা মাছ বিক্রির টাকাও নিয়ে যায় তারা। পরে একটি অটোতে করে তাকে আমি বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাই।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, মারধরের বিষয়টি এখনও জানা নেই। খোজ খবর নেওয়া হচ্ছে। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।