বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ঘুর্ণিঝড় রেমালে খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১:৫৪ PM আপডেট: ০২.০৭.২০২৪ ২:১৩ PM
ঘুর্ণিঝড় রেমালের আঘাতে খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিমাঞ্চল ক্ষতবিক্ষত হয়েছে। ক্ষতি হয়েছে ৩৫০১.১১বর্গ কিলোমিটার এলাকা। ক্ষতির শিকার হয়েছেন নারী, পুরুষ, শিশু ও প্রতিবন্ধীসহ ২৮৮৬৬৭ মানুষ। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে উপকূলীয় তিন জেলা। 

সম্পদ হানি হয়েছে ২০৪  কোটি ৬৯লাখ ২৪হাজার৪৫২ টাকা। আহত হয়েছেন ৩০জন এবং নিহত হয়েছেন ২জন। এর মধ্যে বটিয়াঘাটার গাঁওঘরা গ্রামের লাল চাঁদ মোড়ল নামের এক যুবক ও কুষ্টিয়ায় একজন মারা গেছে। মানুষ স্থানচ্যুত হয়েছেন ১৪৮১৭০জন। ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।   

সূত্র জানিয়েছেন, খুলনা বিভাগের ১০ জেলায় ২৬ ও ২৭মে দুইদিন ব্যাপী ঘুর্ণিঝড় রিমেলে ৮৫টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এই তিন উপকূলীয় জেলা বেশী ক্ষতি হয়।  

ক্ষতিগ্রস্ত হয়েছে পাকাঁ,আধাপাকা ও কাচা বাড়ি ৫৮৩৪৫টি। মেরামত ব্যয় হবে ২৯,৯৫১৫৬টাকা। খামারসহ ভেসে গেছে ভেড়া ৪৯৫টি। যার ক্ষতি ৫০৩৪৫০০টাকা,  ছাগল১০০৩টি, যার ক্ষতি ১০১৩০০০টাকা, গরু ১১১টি, যার ক্ষতি ৯১৮৭৫০০টাকা এবং মহিষ ৩টি, যার ক্ষতি ২৩৫০০০টাকা।  

খামারসহ ভেসে যাওয়া ও মৃত: হাঁস ১৭৩৭টি, মুরগী ৫৩০০০৮টি, ক্ষতি ২৩,৯৩৫৩৮৫টাকা। মাছের হ্যাচারী, চিংড়ী ঘের ও সৎস্য বিচারণ এলাকা  ক্ষতি হয়েছে ২৬৮৮০.৫৫হেক্টর। যার ক্ষতি হয়েছে ২০৪৩৭৫১৯৮৩১টাকা।  বিদ্যুৎ লাইন ক্ষতি হয়েছে ১হাজার কিলো মিটার। মসজিদ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৫টি ও আংশিক ২০৫টি। 

মন্দির আংশিক ১৩৮টি ও গীর্জা রয়েছে ৬টি। পাঁকা সড়ক,  ইট ও খোয়াদ্বারা নির্মিত সড়ক কাচা সড়ক ক্ষতি হয়েছে ৬৩৩.৪১কিলো মিটার পথ যার ক্ষতি ৬৬৫০০০০টাকা। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৭টি। আংশিক ২৬৬টি। উচ্চ বিদ্যালয় আংশিক ২৪২টি। কলেজ ২২টি। মাদরাসা ১৫৫টি এবং কমিউনিটি স্কুল রয়েছে ২টি।   

গ্রামীণ জনপথের মানুষ ঘুরে দাড়াবার চেষ্টা করছেন। তারা পুরোদমে মাঠে কাজ করছেন। নতুন উদ্যামে ফসল ফলাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তু পরিশ্রম করছেন। অনেকে শহরে এসে নানা কাজে অংশ নিয়েছে পরিবার পরিজনের মুখে হাঁসি ফোটানোর জন্য।   

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খাঁন বলেন, খুলনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ জিআর ২৩লাখ ৫০হাজার, শিশুখাদ্য বাবদ ৬লাখ ৫০হাজার, গো খাদ্য বাবদ ৩৬লাখ ৫০হাজার টাকা এবং ২৬৮ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ চলমান রয়েছে।   
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত