বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
যুক্তরাজ্যের নির্বাচনে ‘এআই প্রার্থী’!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ২:১০ PM আপডেট: ০২.০৭.২০২৪ ২:২০ PM
মানুষের চেয়ে এআই নিখুঁত, সহনশীল ও সাবলীল এবং অনুগত। তবে এবার আলোচনায় এমন এক এআই যে কিনা এমপি হিসেবে লড়বেন নির্বাচনে। আগামী মাসে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনে পার্লামেন্ট সদস্য (এমপি) পদে প্রার্থী হয়েছে এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রার্থী।  নির্বাচনে জিতলে তিনিই বিশ্বের প্রথম ‘এআই আইনপ্রণেতা’ হবেন বলে দাবি করা হচ্ছে।

ওই প্রার্থী হলেন- সাসেক্সের ব্যবসায়ী স্টিভ এন্ডাকট। তিনি এই নির্বাচনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। নিজের এআই প্রতিরূপ 'এআই স্টিভ'কে ব্যবহার করে জনসংযোগের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন তিনি।
আগামী  ৪ জুলাইয়ের সাধারণ নির্বাচনে এআই স্টিভ লড়বে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটন অ্যান্ড হোভ-এর ব্রাইটন প্যাভিলিয়ন এলাকা থেকে।  স্টিভ এন্ডাকট নিউরাল ভয়েস নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির চেয়ারম্যান। তার দাবি, এন্ডাকটের কণ্ঠ ও অ্যাভাটারের প্রতিরূপ ব্যবহার করে এআই স্টিভ তার আসনের যেকোনো সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।

শুধুমাত্র প্রচারণাতেই নয়, পরবর্তীতেও ‘এআই স্টিভ’কে ব্যবহারের কথা জানিয়েছেন এই প্রার্থী। তার এলাকার মানুষ যেন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টা মতামত দিতে ও নীতি প্রণয়নে অংশ নিতে পারেন, সেজন্য ‘এআই স্টিভ’কে সৃষ্টি করা হয়েছে বলে জানান তিনি। এন্ডাকট ২০২২ সালের স্থানীয় নির্বাচনে রকডেলে কনজারভেটিভদের হয়ে লড়েছিলেন। তবে জয়ী হতে পারেননি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত