বগুড়ার নন্দীগ্রামে ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, হাট-বাজার ও রাস্তা সহ মোট ১৮ কোটি ৫০ লক্ষ টাকার উন্নয়ন মূলক কাজ সম্পূর্ণ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য জানা যায়, এলজিডির অর্থায়নে ও উপজেলা প্রকৌশল অফিসের বাস্তবায়নে এ উন্নয়নমূলক কাজ গুলো সম্পন্ন করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যায়ে মসজিদ, মন্দির ও শ্মশানে উন্নয়নমূলক কাজ করা হয়। এদিকে ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী হাটকড়ই হাটে তিন কোটি ৫৪ লক্ষ ২৯ হাজার টাকা ব্যায়ে দৃষ্টিনন্দন হাট মার্কেট বিল্ডিং নির্মাণ করা হয়। এতে করে হাঁটে আসা সাধারণ মানুষদের কষ্ট অনেকটা লাঘভ হবে।
অন্যদিকে, ৪ কোটি ৮ লক্ষ ২২ হাজার টাকা ব্যায়ে উপজেলার বিভিন্ন গ্রামীন পাঁচটি রাস্তার সোয়া ৯ কিলোমিটার রাস্তা মেরামত করা হয়। অপরদিকে, উপজেলা সাধারণ মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে ১০ কোটি ৪০ লক্ষ ৮৩ হাজার টাকা ব্যায়ে ১৫ টি গ্রামে নতুন ১৫ কিলোমিটার পাকা রাস্তা করা হয়।
নতুন রাস্তা পেয়ে এসব গ্রামের সাধারণ কৃষক ও জনগণ আনন্দিত। সাধারণ জনগণ ও কৃষকরা জানান, আগে বর্ষা মৌসুমে এসব মাটির রাস্তা দিয়ে আমাদের অনেক কষ্ট করে যাতায়াত ও কৃষি পণ্য পরিবহন করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে অনেক দুর্ভোগ পোহাতে হত আমাদের।
যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় আমাদের উৎপাদিত কৃষি পণ্য ভালো দামে বিক্রি করতে পারতাম না ফলে আমাদের লোকসানের সম্মুখীন হতে হতো। কিন্তু বর্তমানে পাকা রাস্তা হওয়ায় আমাদের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে অনেক সুবিধা হবে লোকসানের হাত থেকে মুক্তি পাবো আমরা।
উপজেলা প্রকৌশলী নূরনবী খান এই প্রতিনিধিকে জানান, ২০২৩-২৪ অর্থ বছরে মসজিদ মন্দির রাস্তা সহ প্রায় ১৮ কোটি ৫০ লক্ষ টাকার কাজ সম্পূর্ণ করা হয়েছে। বিশেষ করে রাস্তা গুলি হওয়ার ফলে জনগনের যাতায়াতের জন্য ব্যাপক সুবিধা হয়েছে, এবং এলাকায় কৃষি পণ্য আনা নেওয়া ও ব্যাবসা বাণিজ্যের প্রসার ঘটবে।