মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কঙ্কাল তুলে কবরস্থানে সবজি চাষ!
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৩:১৩ PM আপডেট: ০২.০৭.২০২৪ ৯:৪২ PM
কবরস্থান দখল ও কঙ্কাল তুলে সবজি চাষ করার ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে। এ ঘটনায় মৃতদের স্বজন ও এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের বজলু মিয়া বৈধ দলিল না থাকা সত্ত্বেও কবরস্থান দখল করে সবজি চাষ করেছেন। এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা।

জানা গেছে, কয়েক যুগ আগে আব্দুল মাওলা নামে একজন স্থানীয় কমলপুর মৌজায় ৯ শতক জায়গা কবরস্থান হিসেবে দান করলে তা রেকর্ড হয়। এসএ রেকর্ডে এটি কবরস্থান হিসেবে রেকর্ড রয়েছে।

এলাকাবাসীর দাবি, এ কবরস্থানে কমলপুর গ্রামের রফিক মিয়ার ভাগনে সজীব মিয়া ও তার চাচা শাহজাহান মিয়া, আব্দুল হাসিমের দুই ছেলে আনিস ও হামিদ, মতলব মিয়ার মেয়ে মর্জিনা বেগম, মুমিন মিয়ার শাশুড়ির কবর রয়েছে। 

স্থানীয়দের বক্তব্য, এছাড়াও কয়েকজন শহিদ মুক্তিযোদ্ধাদের কবরসহ অসংখ্য মানুষের কবর রয়েছে কবরস্থানটিতে। কবরস্থানে সবজি লাগানো অত্যন্ত রুচি বিবর্জিত কাজ। জেনে কেউ ওই সবজি খাবে না।

চৌমুহনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, আমরা আইনশৃঙ্খলা সভায় কবরস্থান উদ্ধারে জোরালো প্রস্তাব রাখব।

কবরস্থানের বর্তমান দখলদার বজলু মিয়া বলেন, এটি একাধিক বিক্রির মাধ্যমে আমার কাছে এসেছে। এটি কবরস্থান নয় বরং আমার মালিকানাধীন কৃষিজমি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত