বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
দাকোপে উপজেলায় নাগরিক সংলাপ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৪:১৮ PM
খুলনার দাকোপে জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদা ভিত্তিক খাত তৈরি ও বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিএনআরএস এর ইভলভ প্রকল্পের আওতায় সংলাপ অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের হল রুমে দাকোপ পেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারি মিলন চৌধুরির পরিচালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ছাব্বির আহম্মেদ শেখ, প ানন মন্ডল, মানষ রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অন্যানের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক শিপন ভূইয়া, মামুনুর রশিদ, সিএসও সদস্য মমতা রায় প্রমুখ। 

বক্তারা সুন্দরবনবেষ্টিত এ এলাকায় জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট বৃদ্ধি তথা বিশেষ বরাদ্দ প্রদানের জন্য কেন্দ্রিয় সরকারের প্রতি আহবান জানান এবং এই দাবি তুলে ধরার নিমিত্তে আগামীতে একসাথে কাজ করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত