লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ কেন্দ্রের অর্ধশতাধিক পরিবারের মাঝে ১০ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের জন্মদিন উপলক্ষে পরিবারগুলোর মাঝে চাল-ডাল-তেল-পেঁয়াজ ও আলু বিতরণ করা হয়।
বুধবার (৩ জুলাই) সকালে উপলক্ষে সদর উপজলোর দালাল বাজার ইউনিয়নের খন্দকারপুর গ্রামে আশ্রয়ণ কেন্দ্রে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল এ আয়োজন করেন। সোহেল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।
এসময় উপস্থিত ছিলেন দালালবাজার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন চৌধুরী, ছাত্রলীগ নেতা অপু চৌধুরী, আরিয়ান সোহান ও যুবলীগ নেতা অনিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, শেখ ফজলে শামস পরশ যুবলীগকে মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। তার জন্মদিন উপলক্ষে আশ্রয়ণকেন্দ্রের উপকারভোগী পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান পরশের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়েছে।