মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জুয়ার আসরের দুই হোতা আ'লীগ থেকে বহিষ্কার
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১১:৫৬ PM
চট্টগ্রামের আলোচিত মুনতাসির টাওয়ারের জুয়ার আসরের অন্যতম দুই হোতা লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও সদস্য বিশ্বজীত চৌধুরী বিশুকে সামায়িক ভাবে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে৷ ৩ জুলাই বিকেলে ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক জরুরী সভায় এই বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমে মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে অসামাজিক কার্যকলাপে (জুয়ার ব্যবসা) শ্রম সম্পাদক মিজানুর রহমান ও সদস্য বিশ্বজীত চৌঃ বিশুকে সামায়িক ভাবে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে কোন সিদ্ধান্তের পূর্বে অপরাধী দ্বয় আওয়ার্মী লীগের কোন পরিচয় ব্যবহার করিতে অথবা আওয়ামী লীগের সাংগঠনিক কোন কাজে নিজেকে নিয়োজিত রাখিতে পারিবেন না। এহেন ঘৃণিত গর্হিত ও সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় সংগঠনের ভাবমূর্ত দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। 

সভায় তিনটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ- ওয়ার্ডের সকল নেতৃবৃন্ধ এহেন কান্ডে দুঃখ প্রকাশ করেন। উপরোক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে মহানগর আওয়ামী লীগের দ্রুত কার্যকরী পদক্ষেপ, গ্রহনে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য, ২ জুলাই রাতে চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়স্থ মুনতাসির ভবনে পাহাড়তলী ক্লাব নামক একটি ফ্লোরে অভিযান চালিয়ে ৩২ জুয়াড়িকে আটক করে খুলশী থানা পুলিশ৷ অভিযোগ উঠে গ্রেফতারকৃতদের মধ্যে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও সদস্য বিশ্বজীত চৌধুরী বিশু আলোচিত সেই জুয়ার আসরের অন্যতম মূল হোতা ৷ মিজানুর রহমান ইতিপূর্বে একই স্থান থেকে একই অভিযোগে গ্রেফতার হয়৷ এবার ২য় দফায় দুইজন ওয়ার্ড আওয়ামী লীগের পদধারী নেতার গ্রেফতারের ঘটনা "শহর টক অব দ্যা টাউনে" পরিণত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত