মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় যুগলের আত্মহত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ১:০৬ PM আপডেট: ০৪.০৭.২০২৪ ৬:৪৬ PM
খুলনার পাইকগাছায় প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় একই সময়ে নিজ নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকা। বুধবার (৩ জুলাই) রাতে উপজেলার গড়ইখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তারা দুজন হলেন, পাইকগাছার বাইন বাড়িয়া গ্রামের পরিতোষ মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল ও কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মণ্ডলের ছেলে ব্রজ মণ্ডল। তারা গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রিয়ংকার বাবা তাকে পরীক্ষা চলাকালীন অবস্থায় কয়রা উপজেলার মহেশ্বরীপুর বিয়ে ঠিক করে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিয়ে হওয়ার কথা। বিয়ের চূড়ান্ত দিনক্ষণ জানতে পেরে এ বিয়েতে সম্মতি দেয়নি প্রিয়াংকা। 

এতে তার ওপর চাপ সৃষ্টি করা হয়। প্রিয়াঙ্কা তার বিয়ের তারিখ প্রেমিক ব্রজ মণ্ডলকে জানায়। উপায় না পেয়ে দুজনই আত্মহত্যা করে। প্রিয়াঙ্কা নিজ বাড়িতে এবং ব্রজ মণ্ডল তার মামার বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

ওসি মো. ওবাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত