সিংগাইর থানা পুলিশের অভিযানে ২৮ বোতল ফেন্সিডিল মো. হোসেন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত মো. হোসেন মিয়া উপজেলার আজিমপুর ৩নং ওয়ার্ডের মো. আফতাব ফকিরের ছেলে।
বিজ্ঞপ্তিতে ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে সিংগাইর থানাধীন সিংগাইর বাজার নিউ মার্কেট সংলগ্ন শহীদের মার্কেটের শামীমের ভাড়া নেওয়া দোকান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল হতে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।