খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৩ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজুল ইসলাম উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড তাইফাপাড়ার মৃত মহরম আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে তাইফাপাড়া মসজিদ সংলগ্ন সিরাজের বাগান বাড়িতে ভুক্তভোগী গৃহবধূ গরু আনতে যায়। সেখানে একা পেয়ে সিরাজুল ইসলাম জোর করে তাকে ধর্ষণ করে। গরু আনতে দেরি হওয়ায় দিনমজুর স্বামী জসিম উদ্দিন বাগানে খুজতে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।
একপর্যায়ে সিরাজুল তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। রাতেই ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করে। ধর্ষক সিরাজুলকে গ্রেফতারে মাঠে নামে পুলিশ। পরে দুপুরে বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃঞ্চধর ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী থানায় মামলা দায়েরের প্রেক্ষিতে সিরাজুলকে গ্রেফতার করা হয়েছে। বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।