বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৬:০২ PM আপডেট: ০৪.০৭.২০২৪ ৬:৪৫ PM
স্কুল থেকে অটোযোগে বাড়ি ফেরার সময় অটো থেকে নামতেই দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তাপস রায় (৮) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। 

ঘটনাটি বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী পাঙ্গাঁ মটুকপুর সড়কের বাবুপাড়া এলাকায় ঘটে। নিহত তাপস পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মনিহারী পাড়ার প্রদীপ রায়ের ছেলে। এসময় মোটরসাইকেল আরোহী নুর আমিনও আহত হয়। নুর আমিন একই ইউনিয়নের মেলা পাঙ্গা গ্রামের মমতাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী তোহিদুল ইসলাম জানান, অটোচালক শিশুটিকে রাস্তায় নামিয়ে দিলে বোড়াগাড়ীগামী একটি মটরসাইকেল শিশুটিকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক শিশুটিকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


আহত নুর আমিন জানান, আমার কর্মস্থল সেবা হাসপাতাল ডোমারে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় বাবুপাড়া এলাকায় একটি অটো থেকে চালক হুটক রে শিশুটিকে রাস্তায় নামিয়ে দিলে উক্ত দুর্ঘটনা ঘটে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল দূর্ঘটনার ব্যাপারে আরোহী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত