বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
হাতীবান্ধায় ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৬:০৯ PM আপডেট: ০৪.০৭.২০২৪ ৮:১৫ PM
লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে বিএনপির ইউনিয়ন আহবায়কসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা প্রদান করেন।

প্রার্থীরা হলেন, আকতার হোসেন, বিএনপির ইউনিয়ন আহবায়ক আবু তাহের শফিকুল ইসলাম,শামসুল হুদা লিটন, আকবর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, রনি হোসেন। তবে মনোনয়নপত্র ক্রয় করেও জমা দেন হুমায়ুন কবির মাসুম।


উল্লেখ্য, হাতীবান্ধা উপজেলা ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল গত (০৩ এপ্রিল) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে পদটি শূন্য থাকায় হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিস উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন।

এ বিষয় হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদ খান নিশ্চিত করে বলেন, আগামী ০৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ০৬ জুলাই যাচাই-বাছাই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ০৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ,  ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং আগামী ২৭ জুলাই ভোট  গ্রহণ হবে। আশা করছি একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন উপহার দিতে পারব।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত