ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সদর দপ্তরের জেনারেল ম্যানেজার জুলফিকার আলীর বিরুদ্ধে ঘুষ চাওয়া ও ঘুষ না দেওয়ায় ঠিকাদারকে সন্ত্রাসী বাহিনীধারা হামলার অভিযোগে মানববন্ধন করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ঠিকাদার সমিতির সদস্যরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে কেরানীগঞ্জের কদমতলীতে ঢাকা জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ঠিকাদার জনি অভিযোগ করে বলেন, গত ৩ জুলাই বিকেলে আমি একটি কাজের বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ সদর দপ্তরের জেনারেল ম্যানেজার জুলফিকার আলীর কাছে দেখা করতে যাওয়ার সময়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা উক্ত দপ্তরের লাইনম্যান মোঃ হারুন অর রশিদ, মোঃ হাসান, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আমির হোসেন আমার হাতে থাকা কাগজ ছিড়ে আমাকে একটি কক্ষে নিয়ে যান যেখানে জিএম জুলফিকারের উপস্থিতিতে আমাকে মারধর করেন। এছাড়া আমার সাথে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ঠিকাদার সমিতির সদস্যরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে অভিযুক্ত জিএম জুলফিকার আলীর বিচারের দাবি জানান।
এ বিষয়ে জিএম জুলফিকার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।