পল্লী সড়ক রক্ষণাবেক্ষন কাজে নিয়োজিত দুস্থ নারীদের মাঝে সঞ্চয়ের চেক বিতণ করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলা পরিশোধ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ প্রকল্পের আওতায় ওই সঞ্চয়ী চেক তাঁদের দেওয়া হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রকল্পের মাধ্যমে ২০২০ সালে এপ্রিল মাসে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে ১০ জন করে মোট ৫০ জন গ্রামীণ সড়ক মেরামতের কাজে নিযুক্ত ছিল। ৪ বছর মেয়াদে গ্রামীণ সড়ক মেরামতের কাজ করেন এবং প্রতিদিন ২৫০ টাকা হারে বেতন পান। তন্মধ্যে ৮০ টাকা কর্তন করে তাদের নামে ব্যাংকে সঞ্চয়ের মাধ্যমে রাখা হয়। ৪ বছর পর যার পরিমাণ দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার টাকা এবং সেই সমুদয় টাকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
চেক বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী অ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী এস এম আলী রেজা রাজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী বলেন, এই টাকা জমা রাখার মূল উদ্দেশ্য চাকরি শেষে যেন এই টাকা দিয়ে তাঁরা নতুন কিছু করতে পারে। স্বনির্ভর হতে পারে।