যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৪০০ আসনে জয় (এই রিপোর্ট লেখা পর্যন্ত) পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন।
নির্বাচনে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১০৮টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাটসরা ৬৭টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি এবং এসএফ সাতটি করে আসনে জয়লাভ করেছে। আর অন্যান্যরা পেয়ছেন ২৪ টি আসন।
এ ফলাফলের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে স্টারমার জানান, ‘অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যারা আমাদের জন্য ভোট দিয়েছেন এবং আমাদের পরিবর্তিত লেবার পার্টিতে আস্থা রেখেছেন।’ ২০০১ সালের পর লেবার পার্টির জন্যে এটি সবচেয়ে ভালো ফলাফল।
২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার ( ৪ জুলাই) যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন শুরু হয়। যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০টি আসনে স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশি সময় দুপুর ১২টা) শুরু হয় ভোটগ্রহণ, যা চলে টানা রাত ১০টা (বাংলাদেশি সময় রাত ৩টা) পর্যন্ত। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হতো। এবারের নির্বাচনে সেই মাইলফলক অতিক্রম করলো লেবার পার্টি।